আজ : বুধবার ║ ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুর্নীতির অভিযোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে দুদকের অভিযান

দেশচিন্তা ডেস্ক: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিরুদ্ধে সাজেকে গাড়ি পার্কিং নির্মাণের নামে ৩ কোটি টাকা লোপাট, কফি ও কাজুবাদাম প্রকল্পে চারা বিতরণে অনিয়মসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে এই অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশন রাঙামাটি জেলার উপ-পরিচালক জাহিদ কামাল। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন, মো. রাজু আহমেদ, সরোয়ার হোসেনসহ দুদকের কর্মকর্তারা।

অভিযান শেষে দুদক উপরিচালক জাহিদ কামাল বলেন, ‘রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প উন্নয়ন কাজে অনিয়ম, ঘুষ গ্রহণসহ নানা অভিযোগে প্রধান কার্যালয়ের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে টেন্ডার প্রক্রিয়ারসহ বিভিন্ন কাগজপত্র চেয়েছিলাম, তারা সেটা তাৎক্ষণিকভাবে দেখাতে ব্যর্থ হয়েছেন। সেগুলো আমাদের প্রদান করার জন্য বলেছি। উক্ত ডকুমেন্ট হাতে পেলে পর্যালোচনা করে কোনো অনিয়ম পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে আমরা অভিযান পরিচালনার সময় অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারী অফিসে অনুপস্থিত পেয়েছি।

এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি সভায় অংশ নিতে চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ