আজ : বুধবার ║ ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাজেকে পর্যটকবাহী জীপ খাদে পড়ে নিহত এক

দেশচিন্তা ডেস্ক: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) হাউজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় পিংকি নামে এক নারী পর্যটক নিহত হয়েছেন। আরো ১২ পর্যটক মারাত্মক ভাবে আহত হয়েছে। আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক।

দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পর্যটকদের অভিযোগ ফিটনেস বিহীন যানবাহন ও অদক্ষ চালকদের কারণে বারবার সাজেকে দূর্ঘটনা ঘটছে। তারা এসব ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার দাবী করেন।

সাজেক থানার ওসি কানন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ