আজ : বুধবার ║ ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাকসু নির্বাচন: মনোনয়ন বিতরণ ও জমাদানের সময় বাড়ল

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়ন বিতরণ ও জমাদানের সময় এক দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে বারোটায় চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

একদিন বাড়িয়ে বুধবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। এছাড়া বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে।

ড. মনির উদ্দিন বলেন, শিক্ষার্থীরা আমাদের কাছে সময় বাড়ানোর দাবি জানিয়েছে সেই প্রেক্ষিতে আমরা আলোচনার মাধ্যমে একদিন করে সময় বাড়িয়েছি। বুধবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন বিতরণ হবে এবং আগামীকাল বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।

এর আগে, নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার ছিল মনোনয়ন বিতরণের শেষ দিন এবং বুধবার ছিল জমাদানের শেষ সময়। তবে প্রার্থীদের সুবিধার্থে নির্বাচন কমিশন সময় বাড়িয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ