আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

৩ মামলায় অব্যাহতি পেলেন মেয়র শাহাদাত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনকে তিন মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা ২য় জজ আবদুর রহমানের আদালত সচিবালয়ের আইন শাখা কর্তৃক দাখিল করা প্রতিবেদন গ্রহণ করে তাকে অব্যাহতি দেন। মামলাগুলো হলো স্পেশাল ট্রাইব্যুনাল ৫২৫/২০, ৫২৬/২০ এবং এসটি ৩৩১/২৫।

ডা. শাহাদাত হোসেনের আইনজীবী আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে এসব মামলা দায়ের করা হয়েছিল।

মামলা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুস সাত্তার, সাবেক সভাপতি এডভোকেট এনামুল হক, এডভোকেট মফিজুল হক ভূইয়া, এডভোকেট তারিক আহমেদসহ বিপুল সংখ্যক আইনজীবী।

আদালত প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মেয়র বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলার মাধ্যমে তাকে এবং গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমত, আদালতের ন্যায়বিচার এবং নেতাকর্মীদের দোয়া–ভালোবাসার কারণে তিনি অব্যাহতি পেয়েছেন।

তিনি আরও বলেন, সত্যকে কখনোই চাপা দেওয়া যায় না। জনগণের কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আজীবন অবিচল থাকবেন তিনি। সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি আবারো জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যাবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ