আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চবি জীববিজ্ঞান অনুষদের উদ্যােগে বিলুপ্তপ্রায়সহ ৪০ প্রজাতির ৪০০টি গাছের চারা রোপণ

দেশচিন্তা ডেস্ক: বিরল প্রজাতির বৃক্ষরাজি সংরক্ষণ এবং সবুজ বনায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের উদ্যােগে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি, চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বক্সবাদাম গাছ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া।

চবি উপাচার্য বলেন, আমাদের ক্যাম্পাস প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বৃক্ষ সংরক্ষণ ও বনায়নের পর্যাপ্ত সুযোগ রয়েছে আমাদের ক্যাম্পাসে। এ সময়ে জীববিজ্ঞান অনুষদের দারুণ উদ্যােগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান উপাচার্য।

উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, অবকাঠামোগত উন্নয়ন ও গবেষণা প্রকল্পসহ নানা কারণে অনেক বৃক্ষ কাটতে হয়। কিন্তু সেই পরিমাণ বৃক্ষ রোপণ করা হয় না। এজন্য বেশি বেশি বৃক্ষরোপণ করার আহ্বান জানান উপ-উপাচার্য।

বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে জীববিজ্ঞান অনুষদের পশ্চিম ও উত্তর পাশে ফলজ, বনজ ও ভেষজ ৪০ প্রজাতির ৪০০টি গাছের চারা রোপণ করা হয়। এ গাছগুলোর মধ্যে ১৪ প্রজাতির গাছ রয়েছে বিলুপ্তপ্রায়। যেগুলো সচারাচর পাওয়া যায় না। এগুলোর মধ্যে রয়েছে বৈলাম, বক্সবাদাম, বুদ্ধ নারকেল, গুটগুটিয়া, তমাল, নাগলিঙ্গম, বাঁশপাতা, পারুল ও আগর ইত্যাদি।

জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া বলেন, গবেষণার কাজে অনেক বৃক্ষের প্রয়োজন—যেগুলো খুঁজে পাওয়া দুষ্কর। এজন্য বিরল প্রজাতির বৃক্ষ সংরক্ষণ ও সবুজ বনায়নের জন্য আমাদের এ উদ্যােগ।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোসা. রাশেদা চৌধুরী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব মোর্শেদ, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ সাইদুল ইসলাম (সোহেল), মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি প্রফেসর ড. ফেরদৌসী আলী, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সভাপতি মোহাম্মদ শের মাহমুদ, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সভাপতি প্রফেসর ড. লায়লা খালেদা (আঁখি), মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. রুমানা আক্তার ও ফার্মেসি বিভাগের সভাপতি ড. মহিউদ্দিন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ