আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

দেশচিন্তা ডেস্ক: ভালোবেসে ভক্তরা তাঁকে ডাকেন ‘ঢালিউড কুইন’। ভক্ত দেওয়া নামটি ভালো ভাবেই গ্রহণ করেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। প্রমাণ মিলেছে সম্প্রতি নিজের ফেসবুকে দেওয়া একটি পোস্টে। যেখানে নিজেকেই নিজে রানি বলে উল্লেখ করেছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় নিজের ফেসবুকে একটি রিলস ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। যেখানে বর্ণিল সাজসজ্জা নিয়ে হাজির হন তিনি।

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘রানিরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে।’ তার ঝলমলে সৌন্দার্যে মুগ্ধ নেটিজেনরা। ভিডিওটি পোস্ট করতেই মুহূর্তে সাড়া ফেলে সামাজিকমাধ্যমে। নাড়া দিয়ে গেছেন অনুরাগীদের মন। তার প্রমাণ মিলেছে পোস্টের মন্তব্যের ঘরে।

অভিনেত্রীর এক অনুরাগীর ভাষায়, ‘আমি এখন সত্যি পাগল হয়ে যাচ্ছি। আপু তুমি এগুলো কী শুরু করলে? তোমাকে দেখতে অনেক অনেক অনেক অনেক অনেক সুন্দর লাগছে।’ অন্য একজন লিখেছেন, ‘অসম্ভব সুন্দর, দেখে পাগল হয়ে যাচ্ছি।’

অনলাইন জুয়া-কাণ্ডে জড়িত থাকা নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস
এরপর একজন লিখেছেন, ‘অপু বিশ্বাস কী শুরু করল? এত নেগেটিভ অপপ্রচারের মধ্যে কীভাবে প্রতি দিন নতুন করে হাজির হচ্ছে? অনেক সুন্দর লাগছে।’ আরেকজনের কথায়, ‘সবার মন কাড়া লুক নিয়ে আসলো আমাদের কুইন। খুব সুন্দর লাগতেছে।’

সম্প্রতি বিএনপির একটি অনুষ্ঠানের মঞ্চে দেখা গিয়েছিল অপু বিশ্বাসকে। যা রাজনৈতিক অঙ্গনে বিতর্কের ঝড় তুলছিল।

অপু বিশ্বাসকে সবশেষ দেখা যায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন নিরব। সরকারি অনুদানের ছবি ছিল ‘ছায়াবৃক্ষ’। পরিচালক বন্ধন বিশ্বাস। এতে অপু-নিরব ছাড়াও অভিনয় করেন কাজী নওশাবা আহমেদ, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল ইসলাম, বড়দা মিঠু, শতাব্দী ওয়াদুদ, সুস্মি রহমান, ইকবাল আহমেদ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ