আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অবাধ-সুষ্ঠু চাকসু নির্বাচন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব পর্ষদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ সকলের সহযোগিতায় অবাধ-সুষ্ঠু এবং দৃষ্টান্তমূলক করার লক্ষ্যে নির্বাচন কমিশনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সব পর্ষদের সাথে রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় নির্বাচন কমিশনারের কার্যালয়ে (চাকসু ভবন, ২য় তলা) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

মতবিনিময় সভায় চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, নির্বাচন কমিশন স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করবে। এক্ষেত্রে যত ধরনের সহযোগিতা লাগে সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। আমরা চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করে দৃষ্টান্ত স্থাপন করতে-যাতে অন্যরা আমাদের অনুসরণ করে। এসময় তিনি সফল চাকসু নির্বাচন আয়োজনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, নির্বাচনের কোনো কার্যক্রমে যাতে গ্যাপ না থাকে আমরা সেভাবেই আগাচ্ছি। নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবে সবকিছু পরিচালিত হবে। যেসব বিষয়ে পরামর্শ এসেছে আমরা সেগুলো আমলে নিয়ে কাজ করবো। চাকসু নির্বাচন আমাদের কাছে জাতীয় নির্বাচনের মতোই। সকলে আন্তরিকতার সাথে কাজ করলে এবং নিজ দায়িত্ব ভালোভাবে পালন করলে আমরা স্বচ্ছ ও সুন্দর একটি নির্বাচন শিক্ষার্থীদের উপহার দিতে পারবো। এসময় নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নির্দেশনা থাকবে সেটি মেনে চলার আহ্বান জানান উপ-উপাচার্য। চাকসু নির্বাচন কেন্দ্র করে ক্যাম্পাসে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় নির্বাচন কমিশন ও সদস্য সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন, নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ, প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী ও ড. মো. আনোয়ার হোসেন।

প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন বলেন, আমাদের কাজ হলো শিক্ষার্থীদের গুণগত মানসম্পন্ন নেতৃত্ব তৈরি করার জন্য সকলকে অবাধে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া। এক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, শহীদ ফরহাদ হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আবদুল মান্নান, অতীশ দিপংকর হলের প্রভোস্ট এ. জি. এম. নিয়াজ উদ্দিন,ফাইন্যান্স বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম, চবি বিএনসিসির সমন্বয় কর্মকর্তা প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান ও চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার ও ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রশাসকবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন অফিস প্রধানবৃন্দ এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা বিভিন্ন পরামর্শ ও মতামত পেশ করেন। পাশাপাশি চাকসু নির্বাচন সফল করার জন্য সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ