
আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার ছদরে মুহতামিম ও শায়খূল হাদিস মুফতি হাফেজ আহমদুল্লাহ সাহেব (রহঃ) রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬ টা ৫৫ মিনিটে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী এবং সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
শোকলিপিতে নেতৃবৃন্দ বলেন, মরহুম মুফতি হাফেজ আহমদ উল্লাহ সাহেব (রহঃ) দ্বীনের একনিষ্ট খাদেম ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ পটিয়া মাদ্রাসার ছদরে মুহতামিম এর দায়িত্ব পালন করেন। অসংখ্য ছাত্র বড় বড় আলেম হয়ে দ্বীনের খেদমত করে যাচ্ছেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। মরহুমের জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে সকল ভাল কাজগুলো নেক আমলে পরিণত করে দিন। জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান দান করুন। আর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয় স্বজন সহ শিষ্য ও অনুরক্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পরিবারের সবাইকে সবরে জামিল দান করুন। আমীন।
উল্লেখ্য, রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৯:০০ টায় পটিয়া মাদ্রাসা (জামিয়া) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।