
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হতে ইচ্ছুক ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ তায়েফুল আলম ফরাজি প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে চাকসুর প্রথম ভিপি (সহ-সভাপতি) প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন নাট্যকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান।
চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, আজ প্রথম দিনেই আমাদের বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আশা করি, ধীরে ধীরে সকল প্রার্থী ফরম নিতে আসবেন। পরিবেশ শান্তিপূর্ণ। নিরাপত্তার বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা প্রার্থীদের জন্য নির্দেশনা দিচ্ছি, রশিদ দিচ্ছি—যা ডোপ টেস্টের পর জমা দিতে হবে।
এছাড়া চাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার বেড়েছে ১ হাজার ৮০৮ জন।
গত ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হন ২৫ হাজার ৮৬৬ জন শিক্ষার্থী।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হন ২৭ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী।