আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণচেষ্টার পর স্বামীকে গলাকেটে হত্যা, ঘাতক আটক

স্ত্রীর গলা কেটে হত্যা করলো ঘাতক স্বামী

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদ করায় স্বামীকে গলাকেটে করে হত্যা করেন বিরেল চাকমা (৩৫) নামের এক যুবক।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম রঞ্জন চাকমা (৩৮)। তিনি স্ত্রীসহ রাঙামাটি থেকে কক্সবাজারে এসে আনারস বিক্রি করতেন। আটক ঘাতক বিরেল চাকমাও রাঙামাটির বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, বিরেল কয়েক মাস ধরে উত্তরণ আবাসিক এলাকায় ভাড়া থাকতেন। অন্যদিকে কক্সবাজারে এসে উত্তরণে বিরেলের বাসায় আশ্রয়ে থাকতেন রঞ্জন চাকমা ও তার স্ত্রী। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে রঞ্জন, তার স্ত্রী ও বিরেল একসঙ্গে মদপান করেন। একপর্যায়ে পাশের কক্ষে সুযোগ বুঝে রঞ্জনের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালান বিরেল। ভুক্তভোগী তাৎক্ষণিক স্বামীকে বিষয়টি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বিরেল ধারালো ছুরি দিয়ে রঞ্জন চাকমাকে গলাকেটে হত্যা করেন।

ঘটনার পর ব্যাগ হাতে পালানোর সময় রক্তমাখা অবস্থায় স্থানীয়রা বিরেলকে আটক করে। পরে তারা রঞ্জনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলেই স্বামীর লাশ জড়িয়ে নিহতের স্ত্রীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

খবর পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ ঘাতক বিরেল চাকমাকে গ্রেফতার করে।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াস বলেন, আটক আসামি মদ্যপ ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। ধর্ষণের আলামত থাকায় ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের দাবি, স্ত্রীকে ধর্ষণের চেষ্টা থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ