
দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডেইঙ্গা পাড়া এলাকার নদীর অংশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার জানায়, সকালে বাঁকখালী নদীতে বালু উত্তোলনের ড্রেজার মেশিনের রশিতে আটকাপড়া এক নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি রামু থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তাকে চেনা যাচ্ছে না। তার বয়স আনুমানিক বয়স ২২/২৩ বছর হবে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, মরদেহটি হয়তো দূর থেকে ভেসে এসেছে। পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
পড়েছেনঃ ৬০
















