আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিপ্লবের রক্ষাকবচ ‘জুলাই সনদের’ আইনি ভিত্তি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অপরিহার্য: মুহাম্মদ শাহজাহান

দেশচিন্তা ডেস্ক: বিপ্লবের রক্ষাকবচ ‘জুলাই সনদের’ আইনি ভিত্তি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে পটিয়া আসনে (পুরুষ-মহিলা) নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, রাষ্ট্র কাঠামোর সংস্কার প্রয়োজন। মুখে স্বীকৃতি দিলেই সংস্কার হয়ে যাবে না, সংস্কারের জন্য প্রস্তাবিত বিষয়ে একমত হওয়া, তারপর সেই আলোকে আইন তৈরি করা এবং আইনের বাস্তবতা দেওয়া হলেই সংস্কার সম্পন্ন হয়েছে বলা যাবে। এজন্য জামায়াতে ইসলামী বারবার জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। জামায়াতে ইসলামীর দাবি গণমানুষের দাবি।

তিনি বলেন, পরাজিত হলে বর্জনের সংস্কৃতি থেকে আমাদেরকে বেরোতে হবে, নতুন বাংলাদেশে আর বিভাজনের রাজনীতি হবে না। যখনই ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাবে তখনই জুলাই সংগঠিত হবে। যখনই চাঁদাবাজদের উদ্ভব ঘটবে তখনই জুলাই বিপ্লব ঘটবে। যখনই আধিপত্যবাদীদের দোসররা বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলবে তখনই জুলাই বিপ্লব আমাদের সামনে আসবে।

অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পটিয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ফরিদুল আলম, গাজী আসলাম, শাহজাহান মুহাম্মদ মহিউদ্দিন, আক্তার হোসেন, উপজেলা আমির জসিমউদদীন, পৌরসভা আমির সেলিম উদ্দিন, কালারপুল থানা আমির এস এম নাসির উদ্দীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ