
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চমেকের সাবেক শিক্ষার্থী ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ‘One Pulse One Pride’ স্লোগানে আয়োজিত চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫ম এলামনাই রিইউনিয়ন ২০২৬-এর রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মেয়র ডা. শাহাদাত বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ শুধু ডাক্তার তৈরির কারখানা নয়, এটি মানবসেবার আলোকবর্তিকা। আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্বজুড়ে চিকিৎসা সেবায় সুনাম অর্জন করেছেন। এখন সময় এসেছে চট্টগ্রামের স্বাস্থ্যসেবার উন্নয়নে সকলে সম্মিলিতভাবে কাজ করার।’
তিনি আরও বলেন, একজন চিকিৎসকের দায়িত্ব শুধু চিকিৎসা সেবায় সীমাবদ্ধ নয়, সমাজের প্রতিও দায়বদ্ধতা রয়েছে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে চট্টগ্রামের স্বাস্থ্য খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।
চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউ একাডেমিক বিল্ডিংয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এ রেজিস্ট্রেশন কার্যক্রমে সভাপতিত্ব করেন চমেক প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডা. সাইফুদ্দিন মো. তারেক এবং সঞ্চালনা করেন শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ও চমেক ৩৩তম প্রজন্মের ডা. বেলায়েত হোসেন ঢালী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুর রব এবং সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস।
এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র সমিতির মহাসচিব ডা. আশরাফুল কবীর ভূঁইয়া, কোষাধ্যক্ষ ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, বিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল চৌধুরী, ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিনসহ চমেকের বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থী ও চিকিৎসক নেতৃবৃন্দ।