
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামে দুই দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা আয়োজন করতে যাচ্ছে সাইলেন্ট থিয়েটার। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) নগরীর মুরাদপুরস্থ সমাজ সেবা অধিদপ্তরের পি.এইচ.টি. সেন্টারে অনুষ্ঠিত হবে এ কর্মশালা।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন সাইলেন্ট থিয়েটারের সাধারণ সম্পাদক ও মাইম ডিরেক্টর মেজবাহ চৌধুরী। তিনি দেশে-বিদেশে বিভিন্ন মূকাভিনয় প্রদর্শনী ও প্রশিক্ষণে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের অর্থ-সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সূচি অনুযায়ী, ১২ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা এবং ১৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কর্মশালার কার্যক্রম চলবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সাইলেন্ট থিয়েটারের বিভিন্ন মূকাভিনয় প্রযোজনায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন এবং তাদেরকে সনদপত্র প্রদান করা হবে।
কর্মশালায় অংশ নিতে নিবন্ধনের জন্য ০১৮৭৯-২৪২৫৩৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।