আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিদ্যালয় মাঠ থেকে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার

দেশচিন্তা ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নদীর পাশে একটি বিদ্যালয়ের মাঠ থেকে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদরের রনচন্ডী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে অজগরটি রনচন্ডি নদীর খাল পেরিয়ে মাঠে চলে আসে। এসময় স্থানীয়রা প্রথমে আতঙ্কিত হয়ে পড়ে। কেউ কেউ সাপটিকে আঘাত করতে শুরু করে। পরবর্তীতে খবর পেয়ে বন বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে নিরাপদে উদ্ধার করে।

তেঁতুলিয়া বন বিভাগের কর্মকর্তা নুরুল হুদা বলেন, ইউএনও মহোদয়ের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং অজগরটিকে উদ্ধার করি। অজগরটি অসুস্থ অবস্থায় রয়েছে। সুস্থ হলে ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

এদিকে, এ ধরনের ঘটনায় স্থানীয় প্রশাসন ও বন বিভাগ সাধারণ মানুষকে বন্যপ্রাণী রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ