
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন কক্সবাজারের চকরিয়া থানার সাবেক ওসি মনজুর কাদের ভূঁইয়া।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত আটটার দিকে বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ।
তিনি জানান, হাটহাজারী থানার ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন মনজুর কাদের ভূঁইয়া। এর আগে তিনি চকরিয়া থানার ওসি ছিলেন। অন্যদিকে সদ্য প্রত্যাহার হওয়া ওসি আবু কাওসার মাহমুদকে ওসি ডিবি হিসেবে পদায়ন করা হয়েছে। সন্ধ্যায় এ অর্ডার জারি হয়েছে।
প্রসঙ্গত, গত ১ মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় চকরিয়ার তৎকালীন ওসি মনজুর কাদের ভূঁইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ওই সভায় আলম নামের এক স্থানীয় সাংবাদিক তার বিরুদ্ধে আটক ও নির্যাতনের অভিযোগ আনেন। অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোন করে তাৎক্ষণিকভাবে ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এদিকে হাটহাজারী থানার ওসি আবু কাওসার মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে। এর আগে বিকেলে হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার নীরব ভূমিকার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। রাতে শিক্ষার্থীরাও বিক্ষোভ করেন।
গত শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে হাটহাজারী মাদ্রাসা সামনে আপত্তিকর অঙ্গভঙ্গি করে ফেসবুকে পোস্ট দেন আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক। এ ঘটনায় কওমি মহলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ফটিকছড়ি থানা পুলিশ তাকে আটক করে। ভিডিও বার্তায় আরিয়ান তার কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন। ওই রাতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত দেড়শ জন আহত হন। পরদিন ৭ সেপ্টেম্বর উপজেলা প্রশাসনের বৈঠকে বিষয়টির সমাধান হয়।