আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের : শাহজাহান চৌধুরী

সাতকানিয়া সংবাদদাতা:

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। বিশেষ করে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য শাহজাহান চৌধুরীকে ঘিরে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড প্রাণবন্ত হয়ে ওঠে। শনিবার সকালে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন কেন্দ্র কমিটির দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

শাহজাহান চৌধুরী তার বক্তব্যে বলেন, স্থানীয় নেতৃবৃন্দকে আরও বেশি জনসম্পৃক্ততা বাড়াতে হবে, মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে এবং সাধারণ জনগণের কাছে ইসলামী মূল্যবোধের বার্তা পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ, সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ। তাই দলমত নির্বিশেষে দাঁড়িপাল্লা মার্কার কোনো বিকল্প নেই।

চট্টগ্রাম-১৫ আসনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে শাহজাহান চৌধুরী প্রমাণ করেছেন তার জনভিত্তি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠ পর্যায়ে জামায়াতের সাংগঠনিক শৃঙ্খলা ও শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা তাকে আলাদা শক্তি জুগিয়েছে।

সমাবেশে শাহজাহান চৌধুরীর বার্তায় মূল গুরুত্ব পেয়েছে মানবিক কর্মকাণ্ড। তিনি নেতাকর্মীদের আহ্বান জানান জনগণের দুঃসময়ে পাশে দাঁড়াতে। শিক্ষা, চিকিৎসা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সহায়তামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করার ওপর তিনি জোর দেন।

সমাবেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বক্তব্যে জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক জোরদার করাই সবচেয়ে বড় কাজ। সাধারণ মানুষ ইসলামী আন্দোলনের নীতিগত অবস্থান ও মানবিক কার্যক্রমে আস্থা রাখে বলে তারা মনে করেন।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ ধরনের সমাবেশকে জামায়াত তাদের সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে দেখছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাতকানিয়া-লোহাগাড়ার ভোটাররা সবসময় সক্রিয় এবং এখানে জামায়াতের ঐতিহাসিক প্রভাব রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ