
দেশচিন্তা ডেস্ক: নবী করীম (দ.) এর হিজরতের সময় “সানিয়াতুল বিদা” নামক স্থান থেকে সাহাবায়ে আনছারগণ “আল্লাহু আকবার” “ইয়া রাসূলুল্লাহ (দ.)” শ্লোগাণ দিয়ে প্রিয় নবীজীর প্রতি সম্মান প্রদর্শন করেছিলেন, প্রিয়নবী (দ.) এর জন্মক্ষণে ও মিরাজের ঐতিহাসিক রজনীতে ফেরেস্তাগণ প্রিয় নবীর সম্মানার্থে “জশনে জুলুস” বের করেছিলেন, সত্তর হাজার নূরানী ফেরেস্তা মদীনা মনোয়ারায় পবিত্র রওজা শরীফের চতুর্দিকে প্রদক্ষিন করছে এবং সালাত ও সালামের সওগাত ও নজরানা পেশ করছে এবং করতে থাকিবে। এতে প্রতীয়মান হলো জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.)পালন করা বিদআত নয় বরং সুন্নাতের অন্তর্ভূক্ত এবং সর্বকালের প্রচলিত প্রথাসিদ্ধ সর্বজন গ্রাহ্য পুন্যময় আমল, এর বিরোধীকারীরা গোস্তাখে রাসূল ছাড়া কিছুই নয়। আল্লাহপাকের প্রিয় হাবীব এর জীবনাদর্শ অনুসরণ করার আহবান জানান। গত ২৯ আগস্ট শুক্রবার সল্টগোলা ক্রসিং চত্বরে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম বন্দর থানা ও ইপিজেড থানার যৌথ উদ্যাগে পবিত্র ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (দ.) জশনে জুলুছ র্যালীত্তোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আনজুমান-এ- রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মনজুর আলম মনজু উপরোক্ত মন্তব্য করেন।
গাউসিয়া কমিটি বাংলাদেশ বন্দর থানা আহবায়ক কমিটির আহবায়ক হাজী মুহাম্মদ মোজাহের এর সভাপতিত্বে আলহাজ্ব মুহাম্মদ নুর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত র্যালীতে উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি ইপিজেড থানা শাখার আহবায়ক রোকন উদ্দিন মাহমুদ খলিল। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বন্দর থানা শাখার আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর। প্রধান আলোচক ছিলেন গাউসিয়া কমিটি ইপিজেড থানা শাখার আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইউনুছ তৈয়বী যুক্তিবাদী। উপস্থিত ছিলেন মাসিক সুন্নী জগৎ পত্রিকার নির্বাহী সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, বন্দর ও ইপিজেড থানা আহবায়ক কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে মুহাম্মদ মুসলিম, সাহাব উদ্দিন, আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান,আলহাজ্ব মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ হারুন,মুহাম্মদ ইকবাল,মুহাম্মদ কামাল উদ্দিন,এডভোকেট মুহাম্মদ হাসান,মুহাম্মদ ওমর ফারুক,মুহাম্মদ কায়ছার বাপ্পী, মুহাম্মদ ইব্রাহিম জুয়েল, মুহাম্মদ এনামুল হক, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ আজাদ মাসুদ, মুহাম্মদ সেলিম কোম্পানি, মুহাম্মদ আজম, মুহাম্মদ বেলাল, মাহমুদুল করিম, মুহাম্মদ সাদ্দাম, মুহাম্মদ আরজু আজিজ, মোজাফফর কোম্পানি, মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ আলী নেওয়াজ, মুহাম্মদ রাসেল প্রমৃখ।