আজ : শনিবার ║ ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফটিকছড়িতে মাহিন হত্যা মামলায় আসামি তাজুল গ্রেপ্তার

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরে আলোচিত কিশোর মাহিন হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ আগস্ট) ভোরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আত্মীয়ের বাড়ি থেকে আসামি মো. তাজুল ইসলামকে (৪০) আটক করা হয়।

তাজুল ইসলাম কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ কাঞ্চননগর গ্রামের মৃত বদিউল আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গ্রেপ্তার হওয়া তিন আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

তাদের জবানবন্দিতে তাজুল ইসলামের নাম উঠে আসে। এরপর দফায় দফায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমেদ বলেন, চলমান অভিযানের অংশ হিসেবে তাজুল ইসলামকে তার আত্মীয়ের বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে তিন আসামির জবানবন্দিতে তার সম্পৃক্ততার কথা উঠে এসেছে। তদন্তেও মিল পাওয়া গেছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত মাহিন হত্যাকাণ্ডের ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, মাহিন হত্যা মামলায় ৪ জন আসামি গ্রেপ্তার হলেও এখনো মামলার প্রধান আসামি মাস্টার নাজিম ও তৈয়বসহ আরও কয়েকজন পলাতক রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ