
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে খামারির মুরগি খেতে এসে ধরা পড়েছে একটি মেছোবাঘ।
শুক্রবার (২৯ আগস্ট) ভোররাতে উপজেলার নানুপুর ইউনিয়নে ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে খামারে ঢুকে মুরগি ধরতে গেলে মেছোবাঘটিকে ধরা হয়। পরে খবর পেয়ে প্রশাসনের মাধ্যমে সেটি হেফাজতে নেওয়া হয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, গ্রামবাসীর হাতে ধরা মেছোবাঘটি আমরা হেফাজতে নিয়েছি। এটিকে বন্যপ্রাণী অভয়ারণ্য হাজারীখিলে অবমুক্ত করা হবে।
পড়েছেনঃ ১৮