
দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের রামুতে বিশেষ অভিযানে ৯৫ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। তারা আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে রাজারকুল ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার পর বিষয়টি নিশ্চিত করেন রামুস্থ র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ওই এলাকার মৃত ফরুখ আহমদ সিকদারের ছেলে মো. ফরিদুল আলম সিকদার (৫৫) এবং মৃত বজল আহমদের ছেলে রায়হান উদ্দিন (৩০)।
র্যাব কর্মকর্তা আ. ম. ফারুক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।