
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগর ও নতুন বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন।
সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ৪টি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয় এবং প্রায় ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। গণমাধ্যমকে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ভুজপুর থানা পুলিশের একটি দল এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নারায়ণহাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
পড়েছেনঃ ৩৭