
দেশচিন্তা ডেস্ক: যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা নিতে খরচ বাড়ছে উল্লেখযোগ্য হারে। দেশটির সরকার বি১/বি২ ক্যাটাগরির পর্যটন ও ব্যবসায়িক ভিসার ফি ১৩৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান ১৮৫ ডলার থেকে বাড়িয়ে নতুন ফি নির্ধারণ করা হয়েছে ৪৩৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৩ হাজার টাকার সমান।
নতুন এই ফি যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছরের শুরু, অর্থাৎ ২০২৫ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্তে আগ্রহীরা যুক্তরাষ্ট্র সফরে আরও বেশি ব্যয়বহুল পরিস্থিতির মুখে পড়বে।
বি১/বি২ ভিসা, যা সাধারণত পর্যটক, আত্মীয়-স্বজনদের দেখা ও স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভ্রমণের জন্য ব্যবহৃত হয়, সেটির ফি এতটাই বাড়ানো হয়েছে যে তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ পর্যটন ভিসা ফি হিসেবে বিবেচিত হতে যাচ্ছে।
তবে এই ফি বৃদ্ধির সিদ্ধান্ত ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশনের (ESTA) আওতায় থাকা দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ, তারা যুক্তরাষ্ট্র সফরের জন্য আলাদা ভিসার প্রয়োজন পড়ে না।
মার্কিন কর্মকর্তারা বলছেন, ফি ফেরতযোগ্য হতে পারে, তবে কীভাবে বা কবে সেটি ফেরত দেওয়া হবে—সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো কাঠামো নেই। ফলে আবেদনকারীরা এ বিষয়ে অনিশ্চয়তায় থাকছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএসএ টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন ভিসা ফি একটি বড় পরিবর্তন। পাঁচ সদস্যের একটি পরিবারের শুধু ভিসা ফি বাবদ ব্যয় হবে প্রায় ২ হাজার ডলার—বাংলাদেশি টাকায় যা আড়াই লাখেরও বেশি।