
দেশচিন্তা ডেস্ক: প্রাচীন বাংলা লিমিটেডের ১ম সাধারণ সভা,বর্ষসেরা কর্মীদের সম্মাননা প্রদান, আলোচনা সভা, প্রীতিভোজ ও রেফেল ড্র অনুষ্টান গত ১৭ ই আগষ্ট সন্ধায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মঈনুল ইসলাম মারুফ পাটোয়ারী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পিপি এড.মফিজুল হক ভুঁইয়া, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার খোরশেদ আলম, রোটারিয়ান এস.এম.আবদুল আজিজ, কে.আর ট্রেডার্সের ব্যবস্হাপনা পরিচালক মোঃ মেহেদী হাসান, চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্সের ট্রেইনার মোঃ হাফিজুর রহমান, প্রাচীন বাংলা গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক মোঃ বেলায়েত, অনুষ্ঠান উদযাপনের প্রধান সমন্বয়কারী লায়ন মাহতাব উদ্দীন, প্রাচীন বাংলা লিঃ এর চেয়ারম্যান মুসলিম উদ্দীন চৌধুরী, সহ সভাপতি মোঃ মাহমুদুল হাসান শামীম, পরিচালক মোঃ মিজানুর রহমান, পরিচালক আনোয়ারা বেগম, পরিচালক ওমর আলী, সফটওয়্যার ডেভেলপার শামীম এমডি জনি প্রমুখ।
কোরআন তেলওয়াত মাওলানা সালেহ আহমদ, সভার শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বেলায়েত হোসেন কোম্পানির বার্ষিক প্রতিবেদন, আর্থিক ফলাফল এবং ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক মাল্টিমিডিয়া প্রেজেনটেশন উপস্থাপন করেন। এতে স্বাগত ভাষণ প্রদান করেন প্রতিষ্ঠানের অনুমোদিত চেয়ারম্যান মঈনুল ইসলাম মারুফ পাটোয়ারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপস্থাপিকা শিশির চৌধুরী। সভায় সম্মানিত অতিথি এবং কোম্পানী বর্ষসেরা কর্মীদের সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। সভায় বক্তারা বলেন প্রাচীন বাংলা কোম্পানী ২৪ ঘন্টা নাগরিকদের সেবা পৌঁছে দেয়ার যে উদ্েেযাগ তা খুবই প্রশংসনীয়।বিশেষ করে স্বাস্থ্য সেবা, জরুরী ঔষধ, জরুরী মেডিকেল ভর্তি, গভীর রাতেও যেকোন ধরণের খাদ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিস জনগণের কাছে একটি অ্যাপসের মাধ্যমে তথা অনলাইনে পৌঁছে দেওয়ার যে কার্যক্রম তা বর্তমান সময়োপযোগী পদক্ষেপ। ই কমার্সের যুগে প্রাচীন বাংলার মত প্রতিষ্ঠানগুলো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। নাগরিকদের সকল রকম নাগরিক সেবা দিবারাত্রি অত্যন্ত সহজে এবং জনবল ছাড়ায় পৌঁছে দেয়া সহজ হচ্ছে। কোম্পানীর চেয়ারম্যান বলেন আমাদের প্রাচীন বাংলা প্রতিষ্ঠান একটি কল্যাণমুখী নাগরিকের সকল সেবাদানকারী।যে প্রতিষ্ঠান অনলাইন তথা একটি অ্যাপস ডাউনলোডের মাধ্যমে দিবারাত্রি সার্ভিস দিয়ে থাকে। আর এ অ্যাপসের মাধ্যমে আমরা খাদ্য দ্রব্য, স্বাস্থ্যসেবা, ব্যাংক, বীমা, শিক্ষা, বৈদেশিক লেনদেনমহ সকল রকম নাগরিক সেবা জনগণের দৌড় গোড়ায় কমসময়ে দিন এবং রাতের যেকোন সময়ে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। কোম্পানির সকলেই এটিকে ব্যবসায়িক চিন্তার চেয়ে নাগরিক সেবামুলক প্রতিষ্ঠান হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে।সভা শেষে রেফেল ড্র এর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন কোম্পানির পরিচালকবৃন্দ।


















