আজ : মঙ্গলবার ║ ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

মাধ্যমিকে প্রথম নারী স‌চিব, পানিসম্পদ ও সমাজকল্যাণে নতুন স‌চিব

পানিসম্পদ মন্ত্রণালয়, সমাজকল‌্যা‌ণ মন্ত্রণাল‌য় ও শিক্ষা মন্ত্রণাল‌য়ে নতুন স‌চিব নি‌য়োগ দেওয়া হয়ে‌ছে।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ পেয়েছেন মো. মোকাব্বির হোসেন। তি‌নি এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান রবিবার (১৭ আগস্ট) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গে‌ছেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউছুফ। তাকে সচিব পদে পদোন্নতি দি‌য়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দিন গত ৪ আগস্ট অবসরে যান।

অন‌্যদি‌কে, প্রথম নারী স‌চিব হি‌সে‌বে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নিয়োগ পেয়েছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) রেহানা পারভীন।

গত ২৩ জুলাই শিক্ষার্থীদের আপত্তির মুখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়। ওই দিন তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

২০১৬ সালের নভেম্বর মাসে শিক্ষা মন্ত্রণালয়কে ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ’ এবং ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ’ নামে দুটি বিভাগে ভাগ করা হয়। ১৯৭১ সাল থেকে অবিভক্ত শিক্ষা মন্ত্রণালয়ে ৩৩ জন সিনিয়র সচিব/সচিব দায়িত্ব পালন করেছেন। দুই ভাগ হওয়ার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এ পর্যন্ত ৭ জন সিনিয়র সচিব/ সচিব দায়িত্বে ছিলেন। তাদের কেউই নারী ছিলেন না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ