
চুয়েট শিক্ষার্থী কর্তৃক পরিচালিত “প্রদীপ” স্কুলের শিশুদের মাঝে রোববার (১৭ই আগস্ট) তারিখে সামাজিক সংগঠন “বটবৃক্ষ” এবং চুয়েট শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত “চট্টগ্রাম স্টুডেন্ট ফোরাম” এর উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
উপস্থিত বটবৃক্ষের সভাপতি পৃথ্বীরাজ চৌধুরী বলেন, “মানবিক কাজের মধ্য দিয়েই বটবৃক্ষের যাত্রা শুরু, মানবিক কাজের মাঝেই বটবৃক্ষের পরিচয় নিহিত। আজ একই দিনে চট্টগ্রাম স্টুডেন্ট ফোরাম থেকেও শিক্ষাসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়াই অত্যন্ত ভালো লাগছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে মানবিক কাজে যুক্ত হলে পৃথিবীটা আরো সুন্দর হবে।”
চট্টগ্রাম স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক আবতাহি নাফিজ বলেন, “সিএসএফ বিগত বছর গুলোতে বিভিন্ন মানবিক কাজ করেছে৷ আমাদের সামনেও এধরনের আরো পরিকল্পনা রয়েছে।” শিক্ষাসামগ্রী বিতরণ, শিশুদের সাথে কবিতা আবৃত্তি এবং গল্পের মধ্য দিয়ে কার্যক্রম শেষ হয়। উক্ত কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ফাইরোজ তাসনিম রুহিয়া, তাহমিদ তাহদিন, জান্নাতুল নাইম ইসমি, শাহিদ আবির, বোরহান চৌধুরী, ইমতিয়াজ শায়ের, সুকর্ণ পাল, সামিউল হোসেন, অসিত মজুমদার, সায়েফসহ প্রমুখ।