আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে সফর, ১৪৪৭ হিজরি

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে যমুনা সেতু অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে যমুনা সেতুর পশ্চিম পাড়ের সিরাজগঞ্জ মহাসড়ক অবরোধ করায় ঢাকা-উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

অবরোধের ফলে যমুনা সেতু দিয়ে প্রতিদিন পারাপার হওয়া উত্তরবঙ্গের ২২টি জেলার প্রায় ১৮ হাজার যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়, যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা স্থায়ী ক্যাম্পাসের জন্য ডিপিপি অনুমোদন ও বাস্তবায়নের দ্রুত পদক্ষেপ চান।

এর আগে বুধবার (১৩ আগস্ট) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছিলেন। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা ওই কর্মসূচিতে ঢাকা ও উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন আটকা পড়ে।

গত ২৬ জুলাই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’ কর্মসূচি বর্জনের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এই আন্দোলন শুরু করেন। এর ধারাবাহিকতায় কয়েকদিন ধরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়া-নগরবাড়ী মহাসড়কে অবরোধ, পথনাটক, শেকল ভাঙার গান এবং প্রতীকী ক্লাসের আয়োজন করা হয়।

সাড়া না পেয়ে শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন এবং রোববার মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন, যাতে দুই ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ ছিল এবং তীব্র যানজট সৃষ্টি হয়। এছাড়া তারা মহাসড়কে নবীনবরণ ও সেমিনারের মতো কর্মসূচিও করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ