আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে সফর, ১৪৪৭ হিজরি

লায়ন্স ক্লাব অব চিটাগাং বে বেঙ্গল এর নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ

দেশচিন্তা ডেস্ক: বিশ্বের সর্ববৃহৎ সেবা সংস্থা লায়ন্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলদেশের আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বে অব বেঙ্গল এর দায়িত্ব হস্তান্তর ও গভর্ণর টিম সংবর্ধনা ১২ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নগরীর খুলশীস্থ চিটাগং লায়ন্স ফাউন্ডেশন এর হালিমা রোকেয়া কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। দুই পর্বে অনুষ্ঠিত সভায় ১ম পর্বে সভাপতিত্ব করেন সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন মশিউর রহমান চৌধুরী মাহী ও ২য় পর্বে দায়িত্বভার গ্রহণসহ সভাপতিত্ব করেন লায়ন প্রফেসর এবিএম রাশেদুল হাসান। বিদায়ী ক্লাব সেক্রেটারী লায়ন আ.ন.ম আব্দুর রহমান নাছির এবং বর্তমান ক্লাব সেক্রেটারী লায়ন রাসেল মির্জার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা গভর্ণর লায়ন মুসলেহ উদ্দিন আহমেদ (অপু) পিএমজেএফ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্ণর লায়ন কোহিনুর কামাল এমজেএফ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ম ভাইস জেলা গভর্ণর লায়ন মো: কামরুজ্জামান লিটন এমজেএফ। কেবিনেট সেক্রেটারী লায়ন আবু মোর্শেদ, জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন অশেষ কুমার উকিল এমজেএফ, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরী। এছাড়া ও সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গভর্নর এডভাইজার লায়ন তারেক কামাল, আরসি হেডকোয়ার্টার লায়ন আশরাফুল আলম আরজু, প্রাক্তন কেবিনেট সেক্রেটারী লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, গভর্ণর এডভাইজার লায়ন ইঞ্জিনিয়ার মুজুবুর রহমান, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আনিছুর রহমান, লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন শুভনাজ জিনিয়া, লিও ইয়ুথ এক্সেঞ্জ চেয়ারপার্সন লায়ন খলিলউল্লাহ চৌধুরী সাকিব, রিজিয়ন চেয়ারপার্সন ও ক্লাব এডভাইজর লায়ন শেখ সামিদুল হক, জোন চেয়ারপার্সন লায়ন মো: আফসার উদ্দিন ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন শেখ আকরাম গনি, ক্লাব ট্রেজারার লায়ন মুসলিম ফারুক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও শওকত হোসেন, ভাইস প্রেসিডেন্ট লিও সিফাতুল ইসলাম সামি ডিস্ট্রিক্ট সেক্রেটারী লিও রাফিদ মোহাম্মদ আহনাফ, ডিস্ট্রিক্ট ট্রেজারার লিও হোসাইন মোহাম্মদ ইমরান নিক্সন, রিজিয়ন ডিরেক্টর লিও শাহরিয়ার আলম তৌফিক, লিও ক্লাব বে অব বেঙ্গল প্রেসিডেন্ট লিও হায়দার আজম চৌধুরী, সেক্রেটারী লিও জুবায়ের। লায়ন আল আমীন সাকির কুরআন তেলাওয়াত ও লায়ন মোহাম্মদ সোহেল এর আনুগত্য শপথ পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে (২০২৫-২০২৬) সেবা বর্ষের গভর্ণর টিম ও ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট ও নতুন সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। গভর্ণর মহোদয় ও সম্মানিত অতিথিবৃন্দ লায়ন্স ক্লাব অব চিটাগাং বে অব বেঙ্গল এর ভূয়ষি প্রশংসা করে বলেন, এই জেলার মধ্যে লায়ন্স ক্লাব অব চিটাগাং বে অব বেঙ্গল একটি অন্যতম নেতৃত্ব ও সেবাধর্মী ক্লাব। তারা গুনগত নেতৃত্ব ও সেবার মাধ্যমে স্বল্পতম সময়ে একটি উল্লেখযোগ্য উচ্চতায় নিয়ে গেছেন এই ক্লাব কে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ