আজ : বৃহস্পতিবার ║ ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই সফর, ১৪৪৭ হিজরি

ডিগ্রি ছাড়া চিকিৎসাসেবা, দুই ভুয়া চিকিৎসককে ১ লক্ষ টাকা জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি:

সাতকানিয়ায় ভুয়া ডিগ্রিধারী পরিচয়ে চিকিৎসা কার্যক্রম চালানোর অভিযোগে দুইজনকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন এবং মুচলেকা নেন।

অভিযুক্তদের একজন এহসান হাবীব, যিনি কোনো প্রকার ডিগ্রি ছাড়াই নিজেকে অভিজ্ঞ চিকিৎসক পরিচয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়- তিনি মেডিসিন, মানসিক রোগ, বাত-ব্যথা, মা ও শিশু স্বাস্থ্য, হাঁপানি, ডায়াবেটিস, অ্যালার্জি, চর্ম ও যৌন রোগসহ নানা জটিল রোগে চিকিৎসা প্রদান করতেন।

এহসান হাবীব সাতকানিয়ার ঠাকুরদিঘীর পাড় মসজিদ মার্কেটে “আন-নুর সেবা সেন্টার” নামে একটি বড় আকারের চেম্বার পরিচালনা করতেন। চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ তাকে প্রকৃত ডাক্তার ভেবে চিকিৎসা নিলেও, তার কোনো বৈধ ডিগ্রি নেই বলে প্রশাসনের অভিযানে ধরা পড়ে। ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে।

একইদিন সাতকানিয়ার ছমদিয়েপুকুরপাড় এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সুমন দে নামের আরেক ভুয়া চিকিৎসক ভুয়া পরিচয়ে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। তাকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ভুয়া ডাক্তারদের কারণে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে, স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। এসব প্রতারণা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, গ্রামীণ এলাকায় ভুয়া ডাক্তাররা দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করছে। সাধারণ মানুষ অজ্ঞতা ও সচেতনতার অভাবে তাদের কাছে চিকিৎসা নিতে গিয়ে প্রতারিত হচ্ছে এবং ভুল চিকিৎসার কারণে জীবনহানির মতো ভয়াবহ ঝুঁকিতে পড়ছে। শুধু ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করলেই সমস্যা সমাধান হবে না। নিয়মিত নজরদারি, সচেতনতা বৃদ্ধি এবং ভুয়া ডিগ্রিধারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সহজলভ্য চিকিৎসা সেবা নিশ্চিত করলে মানুষ ভুয়া চিকিৎসকদের কাছে আর ঝুঁকবে না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ