
মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া :
দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তম ব্যবসায়ী এলাকা সাতকানিয়া উপজেলার কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) সারাদিন কেরানীহাট জামেউল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে এ ভোট গ্রহণ হয়।
সমিতির সদস্যদের গোপন ব্যালটে ৭২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মাস্টার জয়নাল আবেদীন। ৭৪৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোরশেদ আলম। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদুল আলম। সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার ও প্রকাশনা মোঃ শাহেদ হোসেন, ধর্মীয় ও ব্যবসায়ী কল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। ভোটে চারজন
পরিচালক বা সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন মোহাম্মদ রুবেল, আব্দুল্লাহ আল নোমান, মুহাম্মদ খোরশেদ আলম ও মোঃ ওমর ফারুক।
নির্বাচন পরিচালনার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সাতকানিয়া উপজেলা সমবায় কর্মকর্তা কার্যালয়ের অসীম কান্তি দে। সদস্য হিসেবে ছিলেন মোঃ গিয়াস উদ্দীন সিকদার ও অধ্যাপক জয়নাল আবেদীন।
৩১ জন প্রার্থী।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্র জানায়, কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে চারজন ও সাধারণ সম্পাদক পদে তিনজনসহ ১২ টি পদে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দারুন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মাস্টার জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদন নির্বাচিত হয়েছেন মোরশেদ আলম।
সুষ্ঠুভাবে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করেন পুলিশ ও আনসার দলের সদস্যরা। এদিকে নবাগত সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহেদুল ইসলাম ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন।