আজ : শনিবার ║ ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই সফর, ১৪৪৭ হিজরি

কেরানীহাট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি জয়নাল আবেদীন-সম্পাদক মোরশেদ আলম

মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া :

দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তম ব্যবসায়ী এলাকা সাতকানিয়া উপজেলার কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) সারাদিন কেরানীহাট জামেউল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে এ ভোট গ্রহণ হয়।

সমিতির সদস্যদের গোপন ব্যালটে ৭২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মাস্টার জয়নাল আবেদীন। ৭৪৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোরশেদ আলম। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদুল আলম। সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার ও প্রকাশনা মোঃ শাহেদ হোসেন, ধর্মীয় ও ব্যবসায়ী কল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। ভোটে চারজন
পরিচালক বা সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন মোহাম্মদ রুবেল, আব্দুল্লাহ আল নোমান, মুহাম্মদ খোরশেদ আলম ও মোঃ ওমর ফারুক।

নির্বাচন পরিচালনার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সাতকানিয়া উপজেলা সমবায় কর্মকর্তা কার্যালয়ের অসীম কান্তি দে। সদস্য হিসেবে ছিলেন মোঃ গিয়াস উদ্দীন সিকদার ও অধ্যাপক জয়নাল আবেদীন।
৩১ জন প্রার্থী।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্র জানায়, কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে চারজন ও সাধারণ সম্পাদক পদে তিনজনসহ ১২ টি পদে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দারুন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।‌ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মাস্টার জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদন নির্বাচিত হয়েছেন মোরশেদ আলম।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করেন পুলিশ ও আনসার দলের সদস্যরা। এদিকে নবাগত সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহেদুল ইসলাম ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ