
চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটার অপরাধে মো. শেফায়েত হোসেন নামে একজনকে অর্ধ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পাঠানিপুলি রসুলাবাদ এলাকার এসবিএল ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম এ অভিযান পরিচালনা করেন।
দণ্ডিত শেফায়েত স্কেভেটর চালক। তার বাড়ি বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের মৌলভীপাড়ার ইমাম হোসেনের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, কৃষি জমির মাটি কাটার সময় স্কেভেটর চালক হাতেনাতে ধরা পড়েন। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভবিষ্যতে এই ধরণের কাজে লিপ্ত হবেনা মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।
পড়েছেনঃ ১২০