
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধ পলথিন জব্দ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলার কেওঁচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শহীদুল ইসলামের বাড়ি থেকে প্রায় ১০ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ করে। যার আনুমানিক মূল্য ১৪ লক্ষ টাকা। পাশাপাশি বাংলাদেশে নিষিদ্ধ ৩৫০ প্যাকেট দুবাইয়ের ওরিস সিলভার সিগারেট জব্দ করে যার মূল্য ৭০ হাজার টাকা।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এন এস আইয়ের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম। এসময় অভিযুক্তরা পালিয়ে গেলেও তার ব্যবসা প্রতিষ্ঠান জাহানারা স্টোরকে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, পরিবেশ রক্ষায় প্রশাসন কঠোরভাবে অভিযান পরিচালনা করছে এবং জনসাধারণকে নিরুৎসাহিত করছে। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের পরিদর্শক মইনুউদ্দীন ফয়সালসহ থানা ও ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।