আজ : বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

মাওলানা মুমিনুল হক চৌধুরীর সহধর্মিনীর ইন্তেকাল: জানাযা সম্পন্ন

সাতকানিয়া সংবাদদাতা :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আমীর জননেতা মরহুম মাওলানা মুমিনুল হক চৌধুরীর সহধর্মিনী মহিয়সি নারী ফাতেমা বেগম (৮২) গতকাল বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৫টার দিকে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমার নামাজে জানাজা বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় মরহুমার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার চরতি দক্ষিণ কেশুয়ায় অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমার জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক এমপি জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

জানাজাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ও জাফর সাদিক, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, সাতকানিয়া উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান, চরতীর সাবেক চেয়ারম্যান ডাক্তার রেজাউল করিম, সাতকানিয়ার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজুর রহমান, চরতী ইউনিয়ন আমীর আবুল হাশেম প্রমুখ।

মরহুমার ইন্তেকালে শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক এমপি জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, মরহুমা ফাতেমা বেগম ছিলেন ইসলামী নারী আন্দোলনের একজন অগ্রসৈনিক। তার ইন্তিকালে আমরা নিবেদিতা প্রাণ দায়িত্বশীলা এবং একজন দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাত দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। শাহজাহান চৌধুরী মরহুমার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্যধারনের তাওফিক কামনা করেন।

উল্লেখ্য যে, তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, হার্ট, উচ্চ রক্তচাপসহ বার্ধক্য জনিত জটিলতায় ভুগছিলেন। তিনি দুই ছেলে হামিদুল্লাহ ও রুহুল্লাহ এবং দুই মেয়ে নাজমা ও রিজিয়াসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ