আজ : শুক্রবার ║ ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে রজব, ১৪৪৭ হিজরি

গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি বেগম জিয়া: আমীর খসরু

দেশচিন্তা ডেস্ক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের মা ও মহীয়সী নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য সবচেয়ে বড় যে বিষয়টি রেখে গেছেন, তা হলো স্বাধীনতা ও সার্বভৌমত্ব। তিনি আমাদের সৌহার্দপূর্ণ দেশপ্রেম শিখিয়েছেন এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে সাহস নিয়ে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছেন।

তিনি বলেন, আমরা বারবার জেলে গেছি, নির্যাতিত হয়েছি, কিন্তু সাহস হারাইনি। এই সাহস আমরা দেশনেত্রী বেগম জিয়ার কাছ থেকেই শিখেছি।

তিনি কখনো নিজের স্বার্থে বা গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। আধিপত্যবাদীদের বিরুদ্ধে তিনি সবসময় দৃঢ় অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নগরের ৩০ নম্বর ওয়ার্ড পূর্ব মাদারবাড়ী বিএনপির অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু আরও বলেন, যারা দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে, দুর্নীতির মাধ্যমে নিজের স্বার্থ রক্ষা করেছে, তারা আজ রাজনীতি থেকে হারিয়ে গেছে।

এরশাদের সঙ্গে অনেকে সমঝোতা করেছে, ১/১১ সরকারের সঙ্গেও অনেকে আপস করেছে। কিন্তু বেগম জিয়া এবং বিএনপি কখনো আপস করেনি। এ কারণেই বিএনপি আজ দেশের সবচেয়ে জনপ্রিয় দল, যে দল মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।
তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান নতুন রাজনৈতিক চিন্তার দৃষ্টান্ত দেখিয়েছেন।

তিনি বাসে করে চলাচল করেছেন, সাধারণ মানুষের মতো হাত নেড়েছেন। সিগন্যাল লাইটে গাড়ি থামিয়ে বলেছেন—সবাই দাঁড়ালে আমি কেন দাঁড়াব না? এই মানসিকতাই নতুন রাজনীতি। ক্ষমতাবান হওয়ার মানসিকতা থেকে বেরিয়ে এসে জনসাধারণের সুবিধাকে অগ্রাধিকার দিতে হবে। দেশের মানুষই একমাত্র ক্ষমতার মালিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম সাইফুল আলম, শওকত আজম খাজা, শিহাবুদ্দিন মুবিন, মনজুর আলম, মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, মোহাম্মদ সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, বিএনপি নেতা কাউসার হোসেন বাবু, আজিজুল ইসলাম বাদল, তসলিম উদ্দিন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ