আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় প্রতিপক্ষের হামলায় ১ জন গুলিবিদ্ধ

মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) :

চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছোড়া গুলিতে এক যুবক আহত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ২ টার সময় উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ধোপা পাড়ার টেক এলাকায় এই ঘটনা ঘটে।
আহত মো. এরশাদ (৪৫) কাঞ্চনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বকশীরখীল এলাকার মৃত আবদুল মান্নান এর সন্তান। রাতে তাঁকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহয়তায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহফিল শেষ করে নিজ বাড়ীতে ফেরার সময়ে মো. এরশাদ সিএনজি যোগে কাঞ্চনা ধুপিপাড়া টেকে এসে পৌছালে অজ্ঞাতনামা ৪-৫ জন তাদের উপর অতর্কিতভাবে গুলি চালায় । এতে এরশাদ গুরুতর আহত হয়।

এই বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) মোস্তফা কামাল খান বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ