আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পটিয়ায় এনআইডি ব্লক খুলতে এসে এক রোহিঙ্গা যুবক আটক

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়া উপজেলা নিবাচন অফিসে মো: সাবেত(২৩) নামের এক যুবক মামার এনআইডি কার্ডের লক খুলতে এসে পটিয়া থানার পুলিশ ৯ জানুয়ারী বৃহস্পতিবার আটক করেন।

 

উপজেলা নির্বাচন অফিসার মো: আরিফুল ইসলাম জানান, সাবেত নামের এক যুবক অফিসে এসে তার পরিচয় গোপন রেখে আনোয়ার কামাল এর এনআইডি লক খুলতে অনুরোধ করে। উক্ত এনআইডি তথ্য যাচাই বাছাই করতে গিয়ে দেখা যায় ২০১৮ সালে রোহিঙ্গা নাগরিক সনাক্ত হওয়ায় আনোয়ার কামালের এনআইডি লক করে নির্বাচন কর্তপক্ষ।

এতে সাবেতের প্রতি সন্দেহ হলে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে।প্রাথমিক জিজ্ঞেসাবাদে সাবেত জানায় সে মিয়ানমার বুচিদং থানার আবদুল হাকিমের পুত্র ২০১৭ সালে কক্সবাজার উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আসে।সে ঐ ক্যাম্পের ১৮নং নিবন্ধিত বাসিন্দা।

 

২০২২ সালে রহিমা বেগম,গাজীপুর জেলা এক গার্মেন্টস কর্মীকে মা সাজিয়ে ভূয়া ঠিকানা দিয়ে তার নামে এনআইডি কার্ড তৈরি করেন। ঐ কার্ড দিয়ে পটিয়া আলজামিয়া মাদ্রাসায় পানজুম জামাতে (১০ম) ভর্তী হন।আটক সাবেত আরো জানান,আনোয়ার কামাল তার দুঃসম্পর্কের মামা। সে বালুখালী ১৭নং ক্যাম্পের নিবন্ধিত বাসিন্দা। পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের ভূয়া বাসিন্দা দেখিয়ে তার নামে এনআইডি কার্ড তৈরি করেন। যার নং ৬৯০৮৩১৪৭৬৫।

 

রোহিঙ্গা নাগরিক সনাক্ত হওয়ায় উক্ত কার্ড লক করেন নির্বাচন কমিশনর। লক খুলতে এসে তিনিও রোহিংগা নাগরিকে সনাক্ত হয়ে আটকে যায়।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর ঘটনার সত্যায়িতা স্বীকার করে বলেন দুজন রোহিঙ্গা নাগরিক সনাক্ত হয়। তার মধ্য একজন আটক একজন পলাতক।মামলার প্রস্ততি চলছে এবং পলাতক রোহিঙ্গা কে আটকের চেস্টা চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ