
মোহাম্মদ ইকবাল হোসেন :
চট্টগ্রামের সাতকানিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আট মামলায় সাড়ে পাঁচ হাজার জরিমানা করা হয়েছে। ২৪ অক্টোবর বিকাল ৪টায় এওচিয়া কাঁচাবাজার ও বাংলাবাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।
এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয়, কাঁচাবাজারে ক্রয়রশিদ সংরক্ষণ না করা ও দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার বিষয়গুলো তদারকি করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
আল আকসা ডিপার্টমেন্টাল স্টোর, মিনহাজ স্টোর, সোহেল স্টোরকে একহাজার করে, ব্রাদার্স ডি. স্টোর, লিমা এন্টারপ্রাইজ, ওয়াজিফা স্টোর, নোমান স্টোর, ইউনুছ স্টোরকে পাঁচশত টাকা করে জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কৃষি উপসহকারী কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ, আনসার এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন।