আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মহান আল্লাহ যাকে পছন্দ করেন, তাকেই তিনি ধর্মীয় জ্ঞান দান করেন

লোহাগাড়া প্রতিনিধি:

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, একজন মুসলিমের দৈনন্দিন জীবনে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। কারণ এ শিক্ষা ছাড়া দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন সম্ভব নয়। মহান আল্লাহ যাকে পছন্দ করেন, তাকেই তিনি ধর্মীয় জ্ঞান দান করেন।

শনিবার (১৯ অক্টোবর) দুপরে লোহাগাড়া উপজেলার কলাউজান আদার চর ইমাম আবু হানিফা (রহ.) আদর্শ মাদ্রাসার হিফজ বিভাগের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।

এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠা সভাপতি এম ওসমান ফারুকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, নৈতিকতা ও সত্যিকারের দ্বীনি শিক্ষা যেন আমরা মানুষের মধ্যে দেই। বাংলাদেশে দ্বীনি শিক্ষার অনেক চ্যালেঞ্জ এবং এ চ্যালেঞ্জ মোকাবিলায় সত্যিকারের দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। দ্বীনি শিক্ষাব্যবস্থার মূল উদ্দেশ্য হলো, আল্লাহর বান্দাদের সঠিক পথের দিশা দেওয়া। এ জন্য প্রথম আমাদের নিজেদের দ্বীন, আমল এবং আকিদার ক্ষেত্রে পাকাপোক্ত হওয়া একান্ত জরুরি। আমাদের পূর্বসূরিরা সবসময় এ কথাই বলতেন, আমাদের ইলম অর্জন যেন কখনোই দুনিয়া লাভের উদ্দেশ্যে না হয়।

মাদ্রাসার অর্থ সম্পাদক মাস্টার ইউসুফের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন কলাউজান দারুচ্ছুন্নাহ সিনিয়র আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইদ্রিস হেলালী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতা আবদুল মোনাফ, মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা সাবেক ইউপি সদস্য মো. ইব্রাহিম, খুলু মিয়া, মো. সোলাইমান, খাইর আহমদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সহকারী সেক্রেটারি মিনহাজ উদ্দিন মাহি, সহকারী অর্থ সম্পাদক ব্যাংকার মো. আবছার উদ্দীন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ