
সায়েম উদ্দিন:
নবীন-প্রবীন সদস্যদের সমন্বয়ে ”অধিকার আদায়ে সাহসী কন্ঠস্বর” এই স্লোগানে সম্পৃক্ত হয়ে চট্টগ্রাম সি এন্ড এফ এজেন্টস সমন্বয় পরিষদের আত্মপ্রকাশ ও সংবাদ সম্মেলন গতকাল ৩১ অক্টোবর দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক খন্দকার লতিফুর রহমান (আজিম) এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মো: মুর্শেদ আলী, মো: রকিবুল আমিন ভূইঁয়া (রকিব), হাজী মো: মোহাম্মদ চান্দু মিয়া, মো: সারাফত উল্লাহ (শিপন), সদস্য সচিব মো: এনামূল কবির বাচ্চু, নাসিমা পারভিন প্রমূখ।
সংগঠনের আহ্বায়ক খন্দকার লতিফুর রহমান (আজিম) বলেন, বাংলাদেশের রাজস্বে চট্টগ্রাম কাস্টমস হাউস এ ৭০ ভাগ কার্যক্রম সমাধান হয় এবং সি এন্ড এফ এজেন্টস এর মাধ্যমে আমদানী রপ্তানী রাজস্বেও একটি বড় অংশই সি এন্ড এফ ব্যবসায়ীর মাধ্যমে সংগৃহীত হয়ে থাকে। সকল সি এন্ড এফ সদস্যদের সমঅধিকার নিশ্চিত এর মাধ্যমে কার্যক্রমকে আরো গতিশীল করার নিমিত্তে কিছু প্রস্তাবনা উপস্থাপন করেন। প্রস্তাবনাসমূহ নিম্নরূপ-
০১. সকল সি এন্ড এফ এজেন্টস সদস্যদের সমঅধিকার নিশ্চিত করা এবং সি এন্ড এফ টাওয়ারে Contribution Certificate ও Borrowing Certificate সকল সদস্যদের মাঝে বন্টন করা।
০২. আমদানীকারক কর্তৃক অসত্য/নিষিদ্ধ পণ্য চালানোর দায়ভার সংশ্লিষ্ট সি এন্ড এফ এজেন্টের উপর বর্তানো বন্ধ করা।
০৩. সি এন্ড এফ এজেন্টেস এর কোন অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত এআইএন লক না করা।
০৪. বন্দরের অভ্যন্তরে জেটি সরকারদের যাতায়াতের সুবিধার্তে এসি মাইক্রোবাস এর ব্যবস্থা করা।
০৫. সি এন্ড এফ লাইসেন্স নবায়নের সময় পারফরমেন্স সার্টিফিকেট কাস্টমস হতে নয় বরং সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশন হতে প্রদান করা।
০৬. সি এন্ড এফ এজেন্টস এর কমিশন বিল অব এন্ট্রির মাধ্যমে আদায়ের ব্যবস্থা নিশ্চিত করা।
০৭. প্রত্যেক সি এন্ড এফ এজেন্টস সদস্যকে মৃত্যুকালীন ফান্ড ১০(দশ) লক্ষ টাকা উন্নীত করা।
০৮. সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশন কর্তৃক একটি ট্রেনিং ইনষ্টিটিউশন গঠন করা।
০৯. সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সকল সদস্যকে জীবন বীমার আওতায় অন্তর্ভূক্ত করা।
১০. সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সকল সদস্যকে আবাসন সুবিধার আওতায় আনা।
১১. বাংলাদেশের স্বনামধন্য হাসপাতালসহ নামকরা ডায়গনষ্টিক সেন্টারগুলোতে সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সকল সদস্যদের জন্য বিশেষ ছাড়ের ব্যাবস্থা গ্রহণ করা।
১২. সি এন্ড এফ এজেন্টস মালিকদের মৃত্যুর পর তার ওয়ারিশগণের নিকট মালিকানা হস্তান্তর সহজীকরণ করা।
১৩. সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনকে এফবিসিসিআই এর সদস্য পদ গ্রহণ নিশ্চিত করা।
তিনি উক্ত প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনে আরো গতিশীল ও সুচারুরূপে পরিচালনায় এই পরিষদ কার্যকরী ভূমিকা পালনে সচেষ্ট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।