আজ : সোমবার ║ ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাতকানিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া :

সাতকানিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলার নেতৃবৃন্দরা শারদীয় উৎসব দূর্গোপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১০অক্টোবর) উপজেলার আমিলাইষ, চরতি, কাঞ্চনা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জামায়াতে ইসলামীর নেতারা।

উপজেলার আমিলাইষ ইউনিয়নের আমিলাইষ শক্তি সংঘের উদ্যোগে আয়োজিত সার্বজনীন দূর্গোৎসবে সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ তারেক হোসাইন বলেন, আপনাদের উৎসব এটা একটি সার্বজনীন উৎসব। আমরা আপনাদের উৎসবকে স্বাগত এবং সম্মান জানাই। বাংলাদেশে পনের শতাব্দী থেকে এই শারদীয় উৎসব পালন করে আসছে। আপনাদের উৎসব সফল এবং সাফল্যমণ্ডিত হোক আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সেটাই প্রত্যাশা করি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার মজলিস- উস- শূরা সদস্য রফিকুল ইসলাম, পশ্চিম ঢেমশা ইউনিয়নের সভাপতি কামরুল ইসলাম, আমিলাইষ ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক, পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন দাশ, সাধারণ সম্পাদক রাজু দাশ, অর্থ সম্পাদক ছোটন দাশ, শিক্ষক অর্পন চক্রবর্তীসহ আমিলাইষ ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ