
মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারী মাওলানা মকছুদুল আলমের আল ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ অক্টোবর) কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকায় ইত্তিহাদুল আয়িম্মাহ্ পরিষদের ব্যানারে আয়োজিত এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে পরিষদের সভাপতি মাওলানা মহিউদ্দিন বলেন, কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকা সন্ত্রাসী এলাকা হিসেবে চিহ্নিত। আমাদের ইত্তিহাদুল পরিষদের প্রচার সম্পাদকের উপর হামলায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে না হয় আমরা আরও কঠোর কর্মসূচী দিব।
উল্লেখ্য, এর আগে ৪ অক্টোবর ইত্তিহাদুল আয়িম্মাহ্ পরিষদের প্রচার সম্পাদক মাওলানা মকছুদুল আলমের ওপর বিওসির মোড় এলাকায় হামলা করে চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবীরা।
পড়েছেনঃ ১৭৯