আজ : মঙ্গলবার ║ ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ║ ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে এবং সকলপ্রকার ষড়যন্ত্রের মোকাবেলা করতে জামায়াতে ইসলামীর কর্মীরা সর্বদা প্রস্তুত -আনোয়ারুল আলম চৌধুরী

সাতকানিয়া সংবাদদাতা : সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় রাখতে এবং সকলপ্রকার ষড়যন্ত্রের মোকাবেলা করতে জামায়াতে ইসলামীর কর্মীরা সর্বদা প্রস্তুত -আনোয়ারুল আলম চৌধুরী আসন্ন শারদীয় দূর্গোৎসব ২০২৪ উদযাপনে সনাতনী নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার মতবিনিময় সভায় এসব কথা বলেন।

 

২৩ সেপ্টেম্বর বিকাল ৪.৩০ মিনিটে সাতকানিয়া পাবলিক স্কুলের হলে আসন্ন শারদীয় দূর্গোৎসব ২০২৪ উদযাপনে সনাতনী নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি রাজীব দাশ।

 

সাতকানিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ তারেক হোছাঈনের পরিচালনায় সম্মানিত অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদ আহবায়ক রাজিব কুমার ধর, যুগ্ম আহবায়ক সৈকত পালিত, সুজন দাশ নয়ন, সদস্য সচিব রাজিব নন্দী, সাতকানিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর এম ওয়াজেদ আলী, সাতকানিয়া উত্তরের সেক্রেটারী সিরাজুল ইসলাম, পৌরসভা নায়েব আমীর শাহ আলম, সেক্রেটারী হামিদ উদ্দীন, সাতকানিয়া উপজেলার কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম, বাজালিয়ার সহ সভাপতি ইসমাইল মুহাম্মদ রাশেদ।

 

আনোয়ারুল আলম চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে সকল সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে সকল ধর্মীয় অনুসারীরা রয়েছে। জামায়াতেও সকলের সাথে মিলেমিশে কাজ করে যাচ্ছে এবং ভাবিষ্যতেও সকল মতের অংশগ্রহণে কাজ করার অভিমত ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে সাথে নিয়ে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ