
সাতকানিয়া সংবাদদাতা : সকল বাধা বিপত্তি মোকাবেলা করে আদর্শিক সমাজ গঠন করতে হবে – জামায়াতে ইসলামী এওচিয়া ইউনিয়নের সহযোগী সম্মেলনে এমন মন্তব্য করেন সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন।
গত শুক্রবার সকালে সাতকানিয়ার জামায়াতে ইসলামী এওচিয়া ইউনিয়ন ছনখোলা কর্তৃক আয়োজিত সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এওচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ১নং ওয়ার্ড ছনখেলায় এক হলরুমে সহযোগী সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন বলেন, সকল বাধা বিপত্তি মোকাবেলা করে আদর্শিক সমাজ গঠন করতে হবে।
তিনি আরও বলেন,সবাইকে জ্ঞানগত দক্ষতা ,আমল সুন্দর করার মাধ্যমে সংগঠন মজবুতি করতে হবে। নিরলসভাবে মানব সেবা করে জনগনের আস্থা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু তাহের, এওচিয়া ইউনিয়ন সভাপতি আবু বকর।এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি আক্কাস উদ্দীন,সেক্রেটারি এড. নজরুল ইসলাম,বায়তুলমাল সম্পাদক সোহেল উদ্দীন,যুব উন্নয়নের দায়িত্বশীল মোহাম্মদ সোহেল মুন্সি,সমাজসেবা সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান প্রমুখ।