
মোহাম্মদ জসিম উদ্দিন, সাতকানিয়ায় সংবাদদাতা : দক্ষিণ চট্টগ্রামের ব্যবসায়িক প্রানকেন্দ্র হিসেবে খ্যাত এবং জামায়াতে ইসলামীর দুর্গ নামে পরিচিত সাতকানিয়া উপজেলার কেরানীহাট সংলগ্ন সী ওয়াল্ড রেষ্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলাম,কেওচিয়া ইউনিয়ন শাখা কতৃক আয়োজিত ৯ অগাস্ট এক প্রীতি সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াতের সেক্রেটারি জনাব মুহাম্মদ জাকারিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের আগে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। বহু কষ্টের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে।
তিনি বলেন, নেতা কর্মীদের গ্রামে গঞ্জে গিয়ে জামায়াত ইসলাম ও ছাত্র শিবিরের আদর্শ দিয়ে ভুমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দীন। সাতকানিয়া মহিলা কলেজের অধ্যাপক ও জামায়াত নেতা জয়নাল আবেদিন সাহেবের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন কেওচিয়া ইউনিয়ন জামায়াতের আমির আবদুল জলিল, সেক্রেটারি আবদুল মালেক প্রমুখ।
সমাবেশ শেষে এক বিজয় মিছিল কেরানিহাট দিয়ে সাতকানিয়া রাস্তার মাথা ঘুরে বান্দরবান রাস্তার মোড় এসে সমাপ্ত হয়।