আজ : বৃহস্পতিবার ║ ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ║১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পটিয়া উপজেলা নির্বাচনে চেঃম্যান পদে দুই প্রতিদ্বন্দিতাকারী হারুন ও দিদার

ফারুকুর রহমান (বিনজু), পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন পটিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচনে দুই প্রতিদ্বন্দিতাকারী মুখমুখী হতে যাচ্ছেন।চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী ফরম জমা দিলেও প্রত্যাহারের দিন ৩ জন প্রার্থী প্রত্যাহার করেন। এতে বাকী দুজন প্রতিদ্বন্দিতায় নেমে পড়েন। তারা হলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও২বার নির্বাচিত পৌর মেয়রের দায়িত্ব পালনকারী অধ্যাপক হারুনর রশীদ তার প্রতীক আনারস ও চট্টগ্রাম মহানগরীর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পটিয়া চাচা আবদুল খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদার তার প্রতীক দোয়াত কলম।

 

যারা প্রত্যাহার করলেন,যুবলীগের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, দঃ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রদীপ দাশ,পটিয়া আওয়ামী কৃষক লীগের আহবায়ক আবচার উদ্দীন। অধ্যাপক হারুনুর রশীদ অত্যন্ত স্বচ্ছতার সাথে ১০বছর পৌর মেয়রের দায়িত্ব পালন করেন এবং দক্ষতার সাথে উপজেলা আওয়ামী লীগের দলীয় সংগঠনের কাযর্ক্রম পালন করে পটিয়ার রাজনীতিতে সুনাম অর্জন করেন।

 

তেমনী দিদারুল আলম দিদার ও চট্রগাম মহানগরীর আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থেকে দলের আস্থা ভাজন হন।চাচা আবদুল খালেক ফাউন্ডেশনের মাধ্যমে পটিয়া উপজেলা বাসীর সাহায্য সহযোগিতা করে প্রার্থীতার দৃষ্টি আকর্ষণ করেন। দেখা যাক ২৯মে উপজেলা বাসী কি উপহার দেয় সেই অপেক্ষায় আছে সবাই।

 

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আবু সালেহ মুহাম্মদ শাহরিয়ার, ডাক্তার এমদাদুল হাসান, আশীষ তালুকদার, ঝুলন দত্ত, মোজাম্মেল হোসেন, সাইফুল ইসলাম টিটু, মহাম্মদ নাজিমুদ্দিন, মুহাম্মদ বেলাল সহ ৮ জন।মহিলা পদে আফরোজা বেগম জুলি, মাজেদা বেগম, কানিজ ফাতিমা, নুর আয়শা বেগম, সাজেদা বেগম, সুমি দে সহ ৬ জন,মোট ১৬জন প্রার্থী ৬ষ্ট পটিয়া উপজেলা নির্বাচনে আগামী ২৯শে মে প্রতিদ্বন্দীতা করবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ