আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

যুব সমাজকে মাদক-সন্ত্রাস বিমুখ রাখতে সামাজিক ও ক্রীড়া সংগঠনের ভূমিকা অপরিসীম -ইউএনও রায়হান মেহেবুব

রাঙ্গুনিয়া সংবাদদাতা : ইভটিজিং, কিশোর গ্যাং ও মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষায় পাড়া-মহল্লায় সামাজিক, মানবিক ও ক্রীড়া সংগঠনের ভূমিকা অপরিসীম। প্রতিটি পাড়া মহল্লায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের মতো সামাজিক ও ক্রীড়া সংগঠন গড়ে তোলা প্রয়োজন। বর্তমানে তরুণ ও যুব সমাজের মধ্যে খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডের চেয়েও মোবাইল আসক্তি মারাত্মক আকার ধারন করেছে। যার প্রভাবে পরিবার, সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এতে যুব সমাজের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ার আশংকা রয়েছে।

 

সম্প্রতি রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী মানবিক ও ক্রীড়া সংগঠন কর্ণফুলী ক্রীড়া পরিষদ ও প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী, মে দিবস উদযাপন ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব এসব কথা বলেন।

 

পোমরা উচ্চ বিদ্যালয়ের হল রুমে কর্ণফুলী ক্রীড়া পরিষদ’র আহবায়ক আহমদ আলী নঈমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্ভোধক ছিলেন সাবেক ফুটবলার সমবায় অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন ও বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র’র প্রতিষ্ঠাতা, মানবিক শওকত খ্যাত মুহাম্মদ শওকত হোসেন পিপিএম।

 

স্বাগত বক্তব্য রাখেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা পৃষ্টপোষক মুহাম্মদ আব্দুল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল কবির গিয়াসু, শেখ রাসেল ফুটবল একাডেমী’র প্রতিষ্টাতা পৃষ্টপোষক এমরুল করিম রাশেদ, পোমরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মফজল আহমদ কন্ট্রাক্টর, পোমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ তৌহিদুল ইসলাম টিপু, বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, রাঙ্গুনিয়া প্রেসক্লাব এর সাবেক সভাপতি সাংবাদিক আকাশ আহমেদ, প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উপদেষ্টা আলহাজ্ব খলিলুর রহমান, তানসেন বড়ুয়া, ইঞ্জিনিয়ার কাজী মোহাম্মদ রাশেদ,

 

প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ আজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ওসমান গনি, প্রধান উপদেষ্টা মো. নাসির উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক মো. মাসুদ করিম সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুনুল হক, মো. হাশেম, মো. সাদ্দাম হোসেন, মো. আইয়ুব আলী ব্যক্তিবর্গের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে ৩ অসহায় ব্যক্তিকে নগদ ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা অর্থ সহায়তা এবং বিভিন্ন ক্যাটাগরির ২০ জন শ্রমিকের মধ্যে কাপড় বিতরণ করা হয়।

 

ক্রীড়া সংগঠক মুহাম্মদ আব্দুল আল হান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রধান সমন্বয়ক মুহাম্মদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তারেক, সহ সাংগঠনিক সম্পাক মুহাম্মদ আবু বক্কর, দপ্তর সম্পাদক মুহাম্মদ কামাল, জামাল উদ্দিন মুহিত, খোরশেদ আলম, ফরিদ আহাম্মদ, সৈয়দ মোহাম্মদ ফিরোজ উদ্দিন, আল হাসান মঞ্জু, মাস্টার আব্বাস আলী মুন্না প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ