আজ : সোমবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

আবদুল জব্বার স্মৃতি ১১৫ তম কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

দেশচিন্তা ডেস্ক : চট্টগ্রামের ঐতিহাসিক আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা উপলক্ষে আজ ২৩ এপ্রিল বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে আয়োজক কমিটি। আগামী বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার ১১৫তম আসর বসবে। এ উপলক্ষে লালদীঘি ও আশপাশের এলাকায় হাজারো পণ্যের আসরা সাজিয়েছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিক্রেতারা।

 

রংবেরঙের ব্যানার ফেস্টুনে সাজানো গাড়িসহ শোভাযাত্রাটি বলীখেলার স্থান লালদীঘি মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
লালদীঘি মাঠে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন বলীখেলার পৃষ্ঠপোষক এনএইচটি হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর।

 

উপস্থিত ছিলেন আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা কমিটির সভাপতি ও আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারীসহ সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, সদস্য সরোয়ার আলম চৌধুরী মনি, আকতার আনোয়ার চঞ্চল, সাহেদ মুরাদ সাকু, আলি হাসান রাজু প্রমুখ।

 

সৈয়দ মোহাম্মদ তানসীর বলেন, ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা চট্টগ্রাম নয় দক্ষিণ এশিয়ার মাইল ফলক। যাহা এখন বিশ্বময় অবস্থান করছে।

এই আয়োজনের সঙ্গে আমরা সম্পৃক্ত থাকতে পেরে গৌরবান্বিত মনে করছি। আশা করছি এই বলীখেলা আগের আসরগুলোর মতো সফলতার সঙ্গে সম্পন্ন হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ