
দেশচিন্তা ডেস্ক : চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদীঘি মাঠে আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলীখেলা) ও বৈশাখী মেলা উপলক্ষে মেলা আয়োজক কমিটির সাথে মতবিনিময় সভা করেছে পুলিশ। রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম ওবায়েদুল হক জানান, সভায় পুলিশ কর্তৃক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য সিদ্ধান্ত হলো- মেলাকে কেন্দ্র করে আয়োজক, ক্রেতা ও বিক্রেতারা যেন হয়রানি বা চাদাঁবাজির শিকার না হন সেদিকে পুলিশের নজরদারি বৃদ্ধি করা, চাঁদাবাজি সংক্রান্তে কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক গ্রেপ্তারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং মেলা প্রাঙ্গণে পুলিশের ফুট-পেট্রোল বাড়ানো ইত্যাদি।
চট্টগ্রাম নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জোনের অতিরিক্ত উপকমিশনার (অপরাধ) মো. আশরাফুল করিম, কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্ত্তীসহ ফাড়িঁর ইনচার্জগণ।
মেলার আয়োজক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি জহরলাল হাজারী, সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার, সাবেক কাউন্সিলর মুহাম্মদ জামাল হোসেন, তাপস দে প্রমুখ।