শহিদুল ইসলাম শহিদ (প্রতিনিধি) থানচি, বান্দরবান:
গত ২৪শে অক্টোবর বুধবার বান্দরবানের থানচির তিন্দু ইউপি এলাকার বাঘিচং থেকে থানচিতে বোটযোগে নদি পথে আসার সময় বড়পাতরে নৌকা ডুবিতে নদিতে পড়ে নিখোঁজ হওয়া মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃতদেহ আজ ২৫ অক্টোবর বিকেলে উদ্ধার করে থানচি থানা পুলিশ,বিজিবি ও স্থানীয় লোকজন ।
হতবাগা নিজাম উদ্দিনের পরিবারে দুই শিশু সন্তান রয়েছে বড় ছেলে তৌহিদুল ইসলাম বয়স (৩) ছোট ছেলে এনামুল হক সবে মাত্র (১০ মাস ) স্ত্রী শারমিন আক্তার কান্নাজড়িত অবস্থায় বলেন আমার স্বামীর খবর শুনার সাথে সাথে আমি চলে আসি বাড়ি থেকে আসলাম হাসি মুখে যেতে হচ্ছে মুখ বন্ধ করে, দুই সন্তান নিয়ে আমি এখন কোথায় যাব বলে কাঁদতে থাকেন ।
নির্ভর যোগ্য সুত্রে যানা যায় নিজাম উদ্দিন পানিতে ডুবে যাওয়ার আগমুহূর্ত পর্যন্ত কাঠ কাটার শ্রমিকদের রান্নার কাজ করত এবং সে রহিম মাজির লোক বলে যানা গেছে । নিজাম উদ্দিনের পিতা:নুরুল হক, সাং: টইটং, পেকুয়া উপজেলায় ।
এ বিষয়ে উদ্ধারে যাওয়া থানচি থানার এস আই অনুপ দে থেকে জানতে চাইলে তিনি বলেন আজ বিকেল সাড়ে পাঁচটায় নিজাম উদ্দিনের মৃতদেহ উদ্ধার করা হয় ।