
ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়া রেলস্টেশনে ২৮ ফেব্রুয়ারি বুধবার রাত ৯:৩০মি: কক্সবাজার থেকে ঢাকাগামীর দ্রুতগতির স্পেশাল ট্রেনের আঘাতে ৩ জন সিএনজি চালক গুরুতর আহত হন। সেই সাথে ২টি সিএনজি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়।
পটিয়া রেলস্টেশনের পূর্ব পাশে খালি জায়গায় অসাবধান বসত ২ জন চালক রেললাইনের পাশে তাদের সিএনজি রেখে চলে যায়। এসময় ট্রেন আসতে দেখে রেখে যাওয়া সিএনজি সারাতে গিয়ে ট্রেনের সাথে ধাক্কা লাগে।
এতে ৩জন সিএনজি চালক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া মেডিকেলে নিয়ে যান। আহত মো: বাবুল (৪৫) ৮নং ওয়ার্ড পুকুরপাড় পৌরসভা, মো:আমির আলম (৫০) পিতা আবদুল আলিম দ: গোবিন্দারখীল, ‘মো:বেলাল পিতা মৃত নুরু আলম জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন এদেরকে কর্তব্যরত চিকিৎসক ইফতেখারুল ইসলাম চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন।
স্টেশন মাস্টার ( অতিরিক্ত) শেখ আহমদ ঘঠনা সত্যায়িতা সিকার করেন পটিয়া থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম ঘঠনা স্থল থেকে দুটি চূর্ণবিচূর্ণ সিএনজি উদ্ধার করা হয়েছে তাহা জিআরপি থানা হস্তান্তর করা হবে।